নিখোঁজ সংবাদ

নিখোঁজ সংবাদ
ছবি: মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা বটতলা সুবিদখালী ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার একটা ছাএ হারানো গিয়াছে। 

০৯ ডিসেম্বর (সোমবার)
দুপুর ১২ঃ০০ টায় এই ছেলেটি হারানো গিয়েছে আজ পর্যন্ত কোনো খোজ পাওয়া যায়নি হাহাকার ছেলের পিতা মাতার। কান্নার রোল আত্মীয় স্বজনের 

পরিবার থেকে বলা যদি এই ছেলেটিকে কোথাও দেখা গেলে আমাদের এখানে নাম্বার দেওয়া  এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন।
 
ছেলের  নাম:তাইজুল ইসলাম তাহসিন 
বাবার নাম :সাইদুল ইসলাম আকন 
মাতার নাম:রিনা বেগম
দাদার নাম :হারুন আকন 
মোবাইল নম্বর :01799-080367
মোবাইল নম্বর :01750857253
গ্রাম:পিপড়াখালি
মির্জাগঞ্জ.পটুয়াখালি।

হারানো ছেলেকে ফিরিয়ে পাওয়ার জন্য সাহায্য চান পরিবারের পক্ষ থেকে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন