ঐতিহ্যবাহী মির্জাগঞ্জ দরবার মাহফিলের আজ দ্বিতীয় দিন এবং সমাপনী অধিবেশন।

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
১০ মার্চ ২৫ শে ফাল্গুন (সোমবার) ঐতিহ্য বাহী মির্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দীন খলিফা সাহেব রঃ এর দরবারের বার্ষিক মাহফিলের শেষ এবং সমাপনী অধিবেশন। দক্ষিন অঞ্চল তথা বরিশাল বিভাগের অন্যতম এই দরবার মাহফিলে দূর দুরান্ত থেকে আসেন আগত মুসল্লিরা দিলের খোরাক পেতে ইসলামের সুমহান বাণী শুনতে এবং ইলম অর্জন করার জন্য রুহানি দোয়া ফয়েজের নিয়তে হযরতের মাজার শরীফ জিয়ারত করার জন্য তার রুহানির দোয়া ওনেওয়ার জন্য ওসিলা করে মালিকের দরবারে কিছু চাওয়া পাওয়ার জন্য দোয়া করবেন আগত মুসল্লিরা তৃপ্তি পান আত্মার খোরাক হয় বিভিন্ন লোক বিভিন্ন নিয়তে বালা মুছিবত থেকে শেফা পাওয়ার জন্য গরু, বকরি,হাসঁ,মুরগী,নারকেল, চাল,ডাল, নগদ অর্থ সহ বিভিন্ন জিনিস পএ মাজারের লিল্লাহ বোর্ডিং ইয়াতিমখানায় দান করেন।
এ বছর রমজান মাসে মাহফিল হওয়ায় মাহফিল কমিটি মাজার কতৃপক্ষ আগত মুসুল্লিদের জন্য ইফতার ও সাহরির ব্যাবস্থা করেছেন যাতে কোনো প্রকার কষ্ট না হয় আগত মুসুল্লিদের দুইদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে দুই দিনই সাহরি ইফতারের আয়োজন করা হয়েছে প্রথম দিন হাজার হাজার মুসুল্লিরা ইফতার ও সাহরি খেয়ে খুশি হয়েছেন এবং মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন। মির্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দীন খলিফা সাহেব রঃ এর দরবারে হাফেজি,নুরানি ও আলিয়া মাদ্রাসা রয়েছে যেখানে প্রতিদিন হাজার হাজার ছাএরা তিন বেলা গরম খাবার খেয়ে থাকেন এবং এগুলো সবই মানুষের দানের টাকায় এবং এ দরবারের হাফেজী নুরানি আলিয়া মাদ্রাসা মসজিদ অফিস মেহমানখানা বোর্ডিং সহ অসংখ্য কর্মচারী রয়েছেন এটি ওয়াকফ এস্টেট।
আজ দ্বিতীয় দিন আখেরি গঅধিবেশনে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন মাওলানা মোফাজ্জল হোসেন আব্বাসি খতিব বায়তুল মা'মুর জামে মসজিদ, রাজবাড়ী, ঢাকা। আরো বয়ান পেশ করবেন মাওলানা হাসিবুর রহমান - সিলেট খতিব ফজুমিয়া কনস্ট্রাক্টর জামে মসজিদ , পাহাড়তলী, চট্টগ্রাম। সভাপতিত্ব করিবেন জেলা প্রশাসক পটুয়াখালী, সভাপতি মরহুম হযরত ইয়ার উদ্দিন খলিফা সাহেব রঃ মাজার শরীফ দোয়া পরিচালনা করিবেন আলহাজ্ব হযরত মাওলানা আবদুল মান্নান রহমানি ইমাম ও খতিব মির্জাগঞ্জ দরবার জামে মসজিদ। ব্যবস্থাপনায় হযরত ইয়ার উদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহি আলাইহি ওয়াকফ এস্টেট পরিচালনা কমিটি।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন