হোমনায় ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও বিচারের দাবিতে মানব বন্ধন করা হয়েছে। বুধবার (১২ মার্চ) সকাল ১০ টায় হোমনা প্রেসক্লাব প্রাঙ্গনে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন হোমনা উপজেলা শাখার আয়োজনে দেশ ব্যাপী সকল ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও বিচার এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এতে মিরপুর সরকারী বাংলা কলেজের ইসলামী ছাত্র আন্দোলন এর সাবেক সহ-সভাপতি মাহবুব হাসান আকরামের সঞ্চালনায় বক্তব্য রাখেন হোমনা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ছাইদুল সৈকত, কুমিল্লা (পশ্চিম) জেলার ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সহ সভাপতি আবু ইউসুুুফ, ইসলামী ছাত্র আন্দোলন হোমন উপজেলা শাখার সভাপতি ইব্রাহীম মোল্লা, সহ সভাপতি লাদেন সরকার, কোষাধ্যক্ষ আজহার আলী ফয়সাল, ইয়ামিন মোল্লা, যুবায়ের আহমেদ সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে অন্যায়, অত্যাচার, ধর্ষণের পরিমান ব্যপক হারে বৃদ্ধি পাচ্ছে। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে। ধর্ষণ বন্ধে অতিদ্রুত ধর্ষকের বিচার ও সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। তারা আরো বলেন, দেশে অচিরেই ইসলামি আইন প্রতিষ্ঠিত করতে হবে। নাহলে দেশ অধঃপতনের দিকে যাচ্ছে। ৯০ ভাগ মুসলমান এর বসবাস আমাদের এই বাংলায়। সে কারনে আমরা জোর দাবী জানাই ইসলামিক বিধি- বিধান অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ