লিয়াস ফসেসে প্রদর্শিত হলো ডোকো ফিল্ম 'নভেরা'

লিয়াস ফসেসে প্রদর্শিত হলো  ডোকো ফিল্ম 'নভেরা'
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

আলিয়াস ফসেস ও চ্যানেল আই এর যৌথ উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ আলিয়াস ফসেস অডিটোরিয়াম প্রদর্শিত হলো ডোকো ফিল্ম নভেরা এবং ট্রেলার মনির । ভাস্কর, চিত্রকর এবং শহীদ মিনারের ডিজাইনার নভেরা আহমেদের জীবন ও কাজের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্যচিত্র "নভেরা" এবং চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবন ও শৈল্পিক যাত্রার অন্বেষণকারী "মনির: দুই দেশের গল্প" এর ট্রেলারের জন্য একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিল্পী মনিরুল ইসলাম এবং স্পেনের কিংডম এর রাষ্ট্রদূত মহামান্য গ্যাব্রিয়েল সিস্তিয়াগা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে অ্যাম্বেসেডর গ্যাব্রিয়েল সিস্তিয়াগা বলেন এই ডোকো ফিল্ম পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবে এবং অনুপ্রাণিত করবে। চ্যানেল আইর ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতা অনন্যা রুমা বলেন খুব শীঘ্রই কিংবদন্তি শিল্পী মনিরুল ইসলামের উপর নির্মিত ডোকোফিল্ম মনির২ নির্মাণ শেষ করে দর্শকদের সামনে নিয়ে আসবেন। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন স্পেনের অ্যাম্বাসেডর গ্যাব্রিয়েল সিস্তিয়াগা, শিল্পী মনিরুল ইসলাম, খ ম হারুন, আহমদ মুজতবা জামাল ,শংকর শ' জালাল, জ্যেষ্ঠ সাংবাদিক অনজন রহমান ও আজম বাবু।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন