মনোহরদীতে বাজার মনিটরিং অব্যাহত

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে বাজার মনিটরিং অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকালে উপজেলার হাতিরদিয়া বাজারে মাহে রমজান উপলক্ষে সহকারী উপজেলা কমিশনার(ভূমি)মো সজিব মিয়া ও মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল জাব্বার এর নেতৃত্বে বাজার মনিটরিং করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন,স্যানেটারী ইন্সপেক্টর মো.শাহনেওয়াজ। বাজার মনিটরিংয়ের সময় ব্যাবসায়ীরা উপজেলা প্রশাসনকে জানান,খোলা ভোজ্য তেল ১৮০ টাকা কেজি, আলু ২৫ টাকা কেজি, পেয়াজ ৩০-৩২ টাকা কেজি, কাঁচা মরিচ ৪৫-৫০ টাকা কেজি, রুই মাছ ৩৫০ টাকা কেজি, লেবু হালি ৪২ টাকা বিক্রি করা হচ্ছে। বাজার মনিটরিংয়ের সময় ইফতার সামগ্রী ও দই মিষ্টির দোকানে যথাযথ প্রক্রিয়ায় উৎপাদন ও পরিবেশনে অনিয়ম থাকায় ৩ টি দোকানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করেন এবং জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা প্রশাসন। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক এম.এইচ পারভেজ,মনোহরদী থানার পুলিশ ফোর্স,বাজার সভাপতি,সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম