সহপাঠী বন্ধুরা আজ কোথায় - এসএম এম আকাশ

দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
সহপাঠী বন্ধুরা আজ কোথায়
এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
বন্ধুত্ব হলো বিচ্ছিন্ন দেহের মধ্যে অবিচ্ছেদ্য আত্মা-
যদিও কেউ রাখে মনে কেউবা রাখে কিঞ্চিৎ স্মরণে,
সকল কিছুকে তুচ্ছ করে অগ্রসর হওয়ার শুদ্ধতা-
বাসনা আরাধনায় রোজ পুঁষি বন্ধুর স্বপ্নকে এ মনে!
হয়তো আমার বন্ধুরা আছে কর্ম মুখর ব্যতি ব্যাস্ত-
হয়তো শৈশব কৈশোরের সেই দিনগুলি পড়েনা মনে,
খুঁজে বেড়াই তাদেরকে এ প্রাণে হতে নিবিড় আশ্বস্ত-
বিগত দিনের খুনসুটি আড্ডায় খুঁজি যে আলিঙ্গনে!
বন্ধুরা উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত রুচিশীল ব্যক্তিত্ববান-
সমাজের বুকে গড়েছে সকলেই আপন পোক্ত মাটি,
স্বমহিমায় সকলেই ভাস্বর,কর্মচাঞ্চল্যে যোগ্য মহান-
সকলের প্রাণে অন্তর থেকে দোওয়া করি পরিপাটি।
বন্ধুরা আজ কতইনা ব্যস্ত,দায়িত্বে অবহেলা বিহীন-
আমৃত্যু কালেও হয়না যে অলিখিত এ সম্পর্কে ঋন,
অর্থ-বিত্ত মোহের টানে হয়না হৃদয়ের বন্ধন বিলীন-
মরনেও শেষ হয়না বন্ধুত্বের সম্পর্ক বেদনার্ত দিন।
শৈশব কৈশোরের বন্ধুরা গেছে হারিয়ে সামঞ্জস্যতায়-
সহপাঠী বন্ধুরাই আজ গেঁথে আছে এ মনের গহীনে,
চৌদ্দশত চল্লিশ মিনিট তাদের চর্চা করি মনের খাতায়-
হয়তো বুঝবেনা কেউ এ কথা আমার শুভ্র উচ্চারণে.....
(তারিখঃ ষোলই মার্চ ২০২৫ ঈশায়ী, রোজঃ রবিবার,
রাতঃ ১২:১০__১২:৫০, মহকক,চলনবিল,পাবনা)
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ