পাবনা ইসলামিয়া মাদ্রাসার আলিম পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানান হল
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
পাবনা ইসলামিয়া আলিম মাদ্রাসায় অধ্যায়নরত ২০২৪ সালের আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাদ্রসার পক্ষ থেকে অভিনন্দন জানালেন প্রিন্সিপাল ইকবাল হোসাইন। তিনি মঙ্গলবার ১৫ অক্টোবর আলিম পরীক্ষার ফল প্রকাশিত হলে পাবনা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করায় সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ অভিনন্দন জানান হয়। বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে পাবনা ইসলামিয়া মাদ্রাসার আলিম পরীক্ষায় এ বছর শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সমগ্র দেশের দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন সহ বহুবার দেশ সেরা ১০ মাদ্রাসার মধ্যে স্থান করে নিয়েছে। এবছর পাবনা ইসলামিয়া মাদ্রাসা থেকে ৬৯জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন জিপিএ ৫, ৩৫ জন জিপিএ ৪, ২২ জন জিপিএ ৩.৫, ৩ জন, জিপিএ ৩, জিপিএ ২ ও ১জন সি পেয়েছে । পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার (পাইমা ) শিক্ষার্থীরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের আলিম পরীক্ষায় এ ২৮ জন জিপিএ ৫.০০(A+) সহ শতভাগ পাশ করেছে। তার মধ্যে সাধারণ বিভাগ থেকে জিপিএ ৫ ০০(A+) ১৩ জন, জিপিএ ৪.০০(A) ২৪ জন, জিপিএ ৩.৫০(A-) ২ জন, জিপিএ ৩.০০(B) ৩ জন, জিপিএ ২.০০ (C) ১ জন পেয়েছে ।
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ ০০(A+) ২ জন, জিপিএ ৪.০০(A) ৩৫ জন,জিপিএ ৩.৫০(A-) ২ জন, জিপিএ ৩.০০(B) ৩জন, জিপিএ ২.০০ (C) ১ জন পেয়েছে । এ মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও পাবনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুস সামাদ শিক্ষার্থীদের সাফল্যে মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান