অন্ধকারে দ্বীপ্তিময় আলোর জ্যোতি হ্নীলা মঈনউদ্দীন মেমোরিয়াল কলেজ

অন্ধকারে দ্বীপ্তিময় আলোর জ্যোতি হ্নীলা মঈনউদ্দীন মেমোরিয়াল কলেজ
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

চারদিকে হাঁহাকার,মাদক,অপহরণ, চুরি,ডাকাতি খুন,রাহাজনি তে ভরা আমাদের টেকনাফ উপজেলা টি শুধু বদনাম আর বদনামে ভরা। এমন একটি প্রতিকূলতাকে পাশকাটিয়ে এই অবহেলিত ও ধীকৃত এই সমাজ থেকে উত্তরণের জন্য হ্নীলা মঈনউদ্দীন মেমোরিয়াল কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিগত ২০১২ সালে প্রতিষ্ঠিত  এই কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহন করে প্রতিবারই  ফলাফলে জেলার ১ম,২য়,ও ৩য় অবস্থান ধরে রেখেই চলেছে।  চলতি ২০২৪ইং সালের ঘোষিত এইচ এস সির ফলাফলে ও বরাবরের মতই জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আবারো ১ম স্থান ধরে পুরো টেকনাফ উপজেলাবাসীর মূখ কে বিশ্ব দরবারে স্ব গৌরবে উজ্জ্বল করেছেন।কলেজ টির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বরত সহকারী অধ্যাপক কায়সার রশিদ লালু জানিয়েছেন ২০২৪ ইং সালে এই কলেজ থেকে মোট শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২৩৬ জন,তার মধ্যে ব্যবসা শিক্ষাশাখায় ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪৫ জনই পাশ করেছেন,এবং মানবিক শাখা থেকে ১৯১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮৯ জন পাশ করেছেন,জিপিএ-৫ পেয়েছে ২ জন,ও ফেল করেছেন -২ জন।এই বারে এই কলেজ থেকে শতকরা ৯৯.১৫ % শিক্ষার্থী পরীক্ষায় পাশ করে জেলায় প্রথমস্থান স্ব গৌরবে ধরে রাখতে স্বক্ষম হয়েছেন।এইভাবে টানা চতুর্থ বারেরমত সাফল্যের স্বাক্ষর রেখেই চলেছে।

বিশিষ্ট মুক্তিযোদ্ধা,শিক্ষানুরাগী,ও সমাজসেবক,প্রয়াত মঈনউদ্দীন আহমদের নামে তারই যোগ্য উত্তরসূরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. ফরিদউদ্দীন আহমেদ মঈনউদ্দীন মেমোরিয়াল ট্রাস্টিবোডের অধীনে অত্র প্রতিষ্ঠান টি দাঁড় করিয়েছেন।

কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নংওয়ার্ড রঙ্গিখালী অজপড়া গায়ে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান টি প্রতিষ্ঠা লগ্ন থেকে তাঁর সুনাম, সুখ্যাতি অক্ষুণ্ণ রেখেই চলেছে।এই প্রতিষ্ঠানে রয়েছে প্রাজ্ঞ,অভিজ্ঞ শিক্ষক মন্ডলী,পরিচলনা পরিষদ,অভিভাবক মনিটরিংসেল,হোস্টেল ব্যবস্থা,ও দূর যাতায়ত কারী শিক্ষার্থীদের জন্য কলেজ বাসে যাতায়তের সুব্যবস্থা সহ আরো অন্যান্য সুযোগ সুবিধা। যা এতদাঞ্চলে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে নাই বললে চলে। এই অসাধারণ সাফল্য অর্জনে এলাকার শিক্ষিতেরসংখ্যা গাণিতিক হারে বেড়েই চলেছে।এই সাফল্য ধরে রাখার জন্য হ্নীলা বাসী কে আহবান জানিয়েছেন মঈন উদ্দীন মেমোরিয়াল কলেজের স্বপ্নদ্রষ্টা ড. ফরিদ উদ্দিন আহমেদ।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক