রিভারভিউ কফি হাউজের শুভ উদ্বোধন

রিভারভিউ কফি হাউজের শুভ উদ্বোধন
ছবি: মো: আলামিন (Senior Correspondent)

দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ

নরসিংদী বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জহিরুল হক তানভীর চেয়ারম্যানের ইটের ভাটায় রিভারভিউ কফি হাউজের শুভ উদ্বোধন করা হয়। রিভার ভিউ কফি হাউজের স্বত্বাধিকারী জহিরুল হক তানভীর,সাবেক সফল চেয়ারম্যান, সত্য ন্যায়ের প্রতীক, সাধারণ মানুষের আস্থাভাজন ব্যক্তি। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব আহসান হাবীব বিপ্লব সাবেক চেয়ারম্যান ও আহবায়ক  বেলাবো উপজেলা বি,এন,পি। রশিদুল ইসলাম লাল মিয়া সভাপতি নারায়ণপুর ইউনিয়ন বি,এন,পি। মোঃ মিজানুর রহমান, যুগ্ন আহ্বয়ক  সল্লাবাদ ইউনিয়ন বি,এন,পি।

মজিবুর রহমান,যুগ্ন আহবায়ক সল্লাবাদ ইউনিয়ন বি,এন,পি। কামরুজ্জামান খোকন সল্লাবাদ  ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী। নজরুল ইসলাম,যুগ্ন আহবায়ক সল্লাবাদ ইউনিয়ন বি,এন,পি। রাজীব আহমেদ,সাধারণ সম্পাদক পদপ্রার্থী সল্লাবাদ ইউনিয়ন যুবদল। ইকবাল সরকার, আহবায়ক সল্লাবাদ ইউনিয়ন শ্রমিক দল।   মহসিন মিয়া,সদস্য সচিব সল্লাবাদ ইউনিয়ন শ্রমিকদল। আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা শাহজালাল মিয়া, বাতেন মিয়া, সজীব হোসাইন, ছাত্রদল নেতা আশরাফুল হক ইমন সহ বি,এন,পি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতা কর্মীরা এবং শিক্ষিকা মনোয়ারা বেগম রিভার ভিউ কফি হাউজ মালিকের সহধর্মিনী ও এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গগন।

স্বত্বাধিকারী জহিরুল হক বলেন আমি সৎ এবং নেয় নিষ্ঠার সাথে আমার কফি হাউস পরিচালনা করতে চাই। যার ভিতর থাকবে সুশৃংখল পরিবেশ। আরামদায়ক বাসস্থান। সুস্বাদ কফি ফুচকা সহ অন্যান্য আইটেম। থাকবে বিনোদন কেন্দ্র। ক্রেতাদের সেবাই নিয়োজিত থাকবে বিজ্ঞ কর্মীরা। তিনি আরো বলেন আন কফি হাউজকে সকলের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে বেলাবো উপজেলায় রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।

দৈনিক বিজয় নিউজ/ মো: আলামিন (Senior Correspondent)