কেক কেটে হ্নীলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি’র চতুর্থ বর্ষপূর্তি পালন

কেক কেটে হ্নীলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি’র চতুর্থ বর্ষপূর্তি পালন
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

টেকনাফের ঐতিহ্যবাহী হ্নীলা বাজার ব্যবসায়ী কল্যাণ  সমিতির চতুর্থ বর্ষপূতি  কেক কেটে   উদযাপন করা হয়েছে। এ-উপলক্ষ্যে ০১ ফেব্রুয়ারী বিকাল ৫ টায়  হ্নীলা বিজিবি  ক্যাম্প সংলগ্ন নাফ নদীর বেড়িবাঁধে সমিতির  উদ্যোগে এক  বর্ণাঢ্য আয়োজনের  মধ্যদিয়ে সকল সদস্যদের উপস্থিতিতে একটি বিশালাকার কেক কেটে আনুষ্ঠানিক ভাবে উদযাপন করা হয়েছে।

এ সময়  উপস্থিত ছিলেন  সমিতির সভাপতি নুরুল হোসাইন আজাদ,সহসভাপতি কামাল হোছাইন, আব্দুল আজিজ,ও মোয়াজ্জেম হোসেন,সাধারণ সম্পাদক আবুবকর আল মাসুদ, সহ- সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন,সহ - সাংগঠনিক সম্পাদক মোঃশরফুদ্দিন, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ারা হোসেন, সহ - অর্থ সম্পাদক মোঃ সাইফুদ্দিন,ও মহিবুর রহমান,প্রচারওপ্রকাশনা  সম্পাদক  ফারুক মোহাম্মদ শরীফ, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ খুরশেদ,ক্রীড়াও সাংস্কৃতিক সম্পাদক মিছবাহ উদ্দীন, নির্বাহী সদস্য আহমদ হোসেন, মুজিবুর রহমান, মোঃ হাশেম ও মিজানুর রহমান এসময়  উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক