মির্জাগঞ্জে বিভিন্ন মসজিদের মাইকে এলান ডাকাতি আতংকে এলাকাবাসী

মির্জাগঞ্জে বিভিন্ন মসজিদের মাইকে এলান ডাকাতি আতংকে এলাকাবাসী
ছবি: মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় ৬-১ নং ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন মসজিদের মাইকি সর্তক বার্তা জানিয়ে মাইকিং এলাকায় ডাকাত পরেছে এলাকা বাসী সর্তক হোন। শনিবার রাত  আনুমানিক ১১.৫০  এর দিকে উপজেলার বিভিন্ন পারা মহল্লায় গ্রাম বাসীরা ডাকাডাকি করে ডাকাত পরেছে মূহুর্তেই এক এলাকা থেকে অন্য এলাকায় ছড়িয়ে পরে ডাকাতির কথা এলাকার ছেলে বুড়া নওজোয়ান নারী সহ সকলে রাস্তায় খালি মাঠে বেড়িয়ে পরে আতংকে।

মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ৫ই আগস্ট ২৪ এর পর শুনা যায় ছোট বড় মিলিয়ে কয়েকটি বিছিন্ন দুর্ঘটনা ডাকাতি চুরি ঐ আতংকেই কিছু শুনলেই এলার্ট হয়ে যান লোকজন আবার অনেকে এরকমও বলে এতদিন তো এরকম ঘটনা শুনিনি নির্ভয়ে রাতে ঘুমিয়েছি ছেলে,মেয়ে, স্ত্রী, মা, বাবা,নাতি নাতকুর নিয়ে এখন প্রতিটি রাত কাটে আতংকে কখন কার উপর হামলা হয় এরকম তো হওয়ার কথা না স্বাধীন বাংলায় কে বা কারা এগুলো করছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক ন্যায় বিচার করা হোক জনগণের জান এবং মালের নিরাপত্তার ব্যাবস্থা করা হোক। 

ডাকাতি, চুরি  মানুষের মাঝে ভয় আতংক বিরাজ করে নির্ঘুম রাত কাটে জান এবং মালের কোনো নিরাপত্তা নেই বিভিন্ন এলাকায় মাইকিং হয় আতংকেই কেটে যায় রাত প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ এই সব চুরি ডাকাতি যেভাবে বন্ধ করা যায় সেই ব্যাবস্থা গ্রহণ করা হোক দাবি মির্জাগঞ্জ বাসীর।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন