ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলনের ৫ম জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
আজ ঠাকুরগাঁও সদর উপজেলার অপরাজয় ৭১ চত্বরে বিকাল ৩টাই বাংলাদেশ ইসলামী আন্দোলনের ৫ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ ওবাযইদুর রহমান । উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক , মাওলানা মোহাম্মদ আবুবকর সিদ্দিক। এবং সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ আল আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ বাংলাদেশ ইসলামী আন্দোলন। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের ঠাকুরগাঁও সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলার ইউনিয়নের ওয়ার্ডের নেতা কর্মীরা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। তিনি বলেন সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। এবং আরো বলেন জুলাই আন্দোলনে একমাত্র রাজনৈতিক ব্যানার নিয়ে মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ।যুবকরা তা দেখেছেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম