কেশবপুরে গৌরীঘোনা ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহাফিল অনুষ্ঠিত

কেশবপুরে গৌরীঘোনা ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহাফিল অনুষ্ঠিত
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

কেশবপুরে গৌরীঘোনা ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে পবিত্র মাহে রমজানে ১০ রমাজান কেশবপুর উপজেলার ৯ নং গৌরীঘোনা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ওই ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১১ মার্চ-২৫) বিকেলে বুরুলী ঈদগাহ ময়দানে ইফতার মাহফিলে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল সরদার-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি গাজী বাবর আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর থানা বিএনপির তাতী/ মৎস্য বিষয়ক সম্পাদক ও ৫নং মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য কামরুজ্জামান লিটন, ৯ নং গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসান, ৯ নং গৌরীঘোনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহাজান আলী, ছাত্রনেতা আরিফ হোসেন সহ অত্র ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহাফিল অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাওলানা আব্দুর রাজ্জাক।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ