কেয়ারি গাঁও মাদক নির্মূল কমিটির উদ্যোগে অসহায় অসুস্থ পারিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ৬নংআউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মাটি গাড়া গ্ৰামে , আজ ৯ অক্টোবর রোজ (বুধবার) সন্ধ্যায়, কেয়ারি গাঁও মাদক নির্মূল কমিটির উদ্যোগে অসহায় অসুস্থ দেবারু রায় এর পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। কেয়ারি গাঁও মাদক নির্মূল কমিটির পক্ষ থেকে অসহায় অসুস্থ পারিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন, মোঃ মতিউর রহমান সোহেল। দেবারু রায়ের স্ত্রী দীর্ঘ কয়েক বছর যাবত বিরোল রোগে আক্রান্ত হয়ে আছে। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারতেছে না।তাই কমিটির পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন কেয়ারি গাঁও মাদক নির্মূল কমিটির উপদেষ্টা মোঃ জুয়েল ইসলাম। সভাপতি মোঃ মতিউর রহমান সোহেল। সহ-সভাপতি সনু রায় বর্মন। কেষিয়ার মোঃ লিটন ইসলাম। এবং আরো উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যরা। কেয়ারি গাঁও মাদক নির্মূল কমিটি দীর্ঘ কয়েক বছর থেকে সেবামূলক কাজ করে এসেছে। কেয়ারি গাঁও মাদক নির্মূল কমিটির প্রধান লক্ষ্য হচ্ছে এলাকাকে মাদক মুক্ত করা।এর আগে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কেয়ারি গাঁও গ্ৰাম কে মাদক মুক্ত ঘোষণা করেন। সভাপতি মোঃ মতিউর রহমান সোহেল বলেন আপনাদের এলাকার আসে পাশের অসহায় অসুস্থ পারিবারের মাঝে, আপনাদের সমর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ায়।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম