প্রায় মুজাহিদ ধ্বংসের পথে - ফয়জুল করিম

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার অন্যতম কওমি প্রতিষ্ঠান জামেয়া কারীমিয়া সুবিদখালী কওমি মাদ্রাসা মাঠে মির্জাগঞ্জ উপজেলা মুজাহিদ কমিটির আয়োজনে বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শায়খুল হাদীস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, শায়েখে চরমোনাই, বিশেষ অতিথি আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মাহমুদুল হাসান ( অলিউল্লাহ)পীর সাহেব কেওড়া বুনিয়া, বরগুনা। হযরত মাওলানা আবদুর রাজ্জাক - ঢাকা, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন মৃধা, সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা মুজাহিদ কমিটি। সভাপতিত্ব করবেন মাওলানা ওবায়দুল হক বিশ্বাস, সদর, বাংলাদেশ মুজাহিদ কমিটি, মির্জাগঞ্জ উপজেলা শাখা, সার্বিক সহযোগিতায় গাজী জিয়াউর রহমান( উজ্জ্বল) সাধারণ সম্পাদক বাংলাদেশ মুজাহিদ কমিটি মির্জাগঞ্জ উপজেলা শাখা,আরজগুজারে আলহাজ্ব মোঃ মোবারক আলি মৃধা,প্রতিষ্ঠাতা পরিচালক জামেয়া কারীমিয়া সুবিদখালী কওমি মাদ্রাসা, সঞ্চালনায় আলহাজ্ব আবদুর ওয়াদুদ গোলদার, সাধারণ সম্পাদক, ইসলামি আন্দোলন বাংলাদেশ মির্জাগঞ্জ উপজেলা শাখা।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন বর্তমানে মুজাহিদরা তাদের জিকির সকাল সন্ধ্যার আমল দীনি দাওয়াত বন্ধ করে দিছেন প্রায় মুজাহিদ ধ্বংসের দিকে সয়তান তাদের লক্ষ্য থেকে সরিয়ে নিচ্ছে। বনী আদম মৃত্যু পর্যন্ত খালি আরো আরো সম্পদ সম্পদ খালী যত হয় ততো লাগবে মৃত্যু পর্যন্ত বনী আদমের চাওয়ার শেষ নেই খালি আশা। প্রধান অতিথি বলেন চরমোনাইর দাওয়াত প্রচার প্রসার করার জন্য আসিনাই চরমোনাই আপনাদেরকে যেতেও বলিনা যেখানে আপনার ভালো যান হক্কানি পীরের হাতে হাত রেখে বদ আমল ছাড়ো নেক আমল ধরো দুনিয়া কিন্তু ক্ষনিকের স্থায়ী নয় বুজিয়া শুনিয়া মুসলমান হয়ে কবরে যাইও কবর বড় ভয়ানক জায়গা একবার গেলে আর ফিরে আশা যায়না। নেতা কাকে মানবেন বুজিয়া শুনিয়া মাইনেন কাল হশর মাঠে প্রত্যেক নেতার পিছনে তার অনুসারীরা থাকবে নেতা যেখানে যাবে অনুসারীরা ও সেখানে যাবে বুজিয়া নেতা বানিয়েন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন