পাঁজিয়ায় ভি,ডব্লিউ,বি কর্মসূচি সদস্যদের মাঝে জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরৎ

পাঁজিয়ায় ভি,ডব্লিউ,বি কর্মসূচি সদস্যদের মাঝে জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরৎ
ছবি: পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে ভি,ডব্লিউ,বি কর্মসূচি ২০২৩-২০২৪ চক্রের উপকারভোগি সদস্যদের মাঝে জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরৎ প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। সোমবার (১৩ জানুয়ারী-২৫) সকালে পাঁজিয়া ইউনিয়ন পরিষদে ভি,ডব্লিউ,বি কর্মসূচি ২০২৩-২০২৪ চক্রের উপকারভোগি সদস্যদের মাঝে জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরৎ প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা জনাব রুপালি রানী। এ সময় উপস্থিত ছিলেন, ইউ,পি সচিব মোঃ হুমায়ূন কবীর, পাঁজিয়া ইউনিয়ন ছাত্র সমন্বয়ক মোঃ এনামুল হক ইমন, ভি,ডব্লিউ,বি কর্মসূচির বেসরকারি সহযোগি সংস্থা "নবজীবন" এর উপজেলা সমন্বয়কারী মোঃ লিটন হোসেন, ব্যাংক এশিয়া কর্মকর্তা জনাব উত্তম কুমার, ইউ,পি উদ্যোক্তা ও ব্যাংক এজেন্ট কর্মকর্তা মোঃ আয়ুব আলী প্রমুখ।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ