পাবনা জেলার চাটমোহর উপজেলার জনবল ও শিক্ষক সংকটে প্রাথমিক শিক্ষা কার্যক্রম বিঘ্নিত

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
পাবনা জেলার চাটমোহর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকটে স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পদ শূণ্য।সিনিয়র সহকারী শিক্ষা অফিসার মো: আনোয়ার হোসাইন ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে সহকারী শিক্ষা অফিসারের ৭ টি পদের মধ্যে ৪ টি পদ শূণ্য রয়েছে। অফিস সহকারীর ৩ পদের মধ্যে ২ পদ শূণ্য। হিসাব সহকারীর ১ টি পদ শূন্য রয়েছে। চাটমোহর উপজেলায় মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৫৫ টি। মোট প্রধান শিক্ষকের পদ ১৫৫ টি। কর্মরত আছেন ১১৮ জন। প্রধান শিক্ষকের পদ শূণ্য রয়েছে ৩৭ টি। ৩৭ জন সহকারি শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সাময়িক দায়িত্ব পালন করায় সহকারী শিক্ষকের ৩৭ টি পদ এবং বিভাগীয় এবং অন্যান্য মামলা চলমান থাকায় আরো ৯ টি পদ এবং শূণ পদ ১৭ টিসহ মোট ৬৩ টি পদ খালি রয়েছে। উপজেলার ১৫৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা ৩৫,৫৩০ জন। গত ২৮ জানুয়ারি চাটমোহর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা অফিসারের সাথে কথা বলে জানা যায়, মোট ১৫৫ টি প্রাথমিক বিদ্যালয়কে ৭ টি ক্লাস্টারে বিভক্ত করে ৭ জন সহকারী শিক্ষা অফিসারের দায়িত্ব প্রদান করা হয়।কিন্তু বর্তমানে ৪ টি পদ শূণ্য থাকায় ২ টি করে ক্লাস্টারের দায়িত্ব পালন করতে হচ্ছে। অপরদিকে সিনিয়র সহকারী শিক্ষা অফিসার ৩ টি ক্লাস্টারের দায়িত্ব পালন করছেন। অফিস সহকারী, হিসাব সহকারি,প্রধান শিক্ষক,সহকারি শিক্ষকেরপদ শূণ্য থাকায় স্বাভাবিক অফিসিয়াল কাজ,শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসিয়াল কাজসহ স্বাভাবিক ছাত্র/ ছাত্রীদের পাঠ দান বিঘ্নিত হচ্ছে। ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার জানান,জনবল সংকটের বিষয়টি কর্তৃপক্ষকে লেখিতভাবে জানানো হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপনা,জমি- জমা সংক্রান্ত,পরিচালনা কমিটি, কোন কোন শিক্ষক/ শিক্ষিকার বিরুদ্ধে নানা অভিযোগ,শিক্ষার মানবৃদ্ধি,ছাত্র/ ছাত্রী ঝরেপড়া রোধ,ছাত্র/ ছাত্রীর সংখ্যা বৃদ্ধিসহ কিছু অনিয়মের বিষয়ে কথা হয়।তিনি বিষয়গুলো কর্তৃপক্ষের নজরে আনবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। সকল বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শণ এবং নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ পরিদর্শণ টিম গঠন এবং পরিদর্শণ শেষে তাৎক্ষিত ব্যবস্থা গ্রহণ ছাত্র/ ছাত্রীর অভিভাবকদের দাবী।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ